ছোটদের পাখি এবং প্রকৃতির প্রতি আকৃষ্ট করার চেষ্টা করছেন? এখানে বেশ কিছু মজার মজার তথ্য আর আকর্ষণীয় উপাদান আমরা বাচ্চাদের জন্য উপস্থাপন করেছি। এগুলো যেমন ক্লাসরুমে ব্যবহারের উপযুক্ত, তেমনই ওরা আবার একা একা কিংবা বন্ধুবান্ধবদের সঙ্গে মিলে খেলাচ্ছলেও ব্যবহার করতে পারবে। বিনামূল্যে এগুলো ডাউনলোড করে ওদের উৎসাহিত করতে কোনওরকম দ্বিধা বোধ করবেন না।
এইভাবে পাখির মাধ্যমে প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে আমরা বরাবরই বাচ্চাদের জন্য বিভিন্ন বিষয়বস্তু নির্মাণ, প্রশিক্ষণ আর প্রচারের উদ্যোগ নিয়ে চলেছি। আমাদের তথ্যসম্বলিত পোস্টার আর অন্যান্য উপাদানগুলি ব্যবহার কিংবা ক্রয় করে জীববৈচিত্র সংরক্ষণের পাশাপাশি আপনি একজন প্রকৃত শিক্ষাবিদের ভূমিকাও পালন করার সুযোগ পাবেন।
ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব বা ই-মেলে আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ!
একটি পাখির জীবনচরিত
খোলা জায়গায় একদল বাচ্চাদের খেলার উপযুক্ত, এই গেমটি যে কোনও জায়গায় খেলা যেতে পারে এবং এটি পাখিদের আচরণ এবং জীবনচক্রের একটি আভাস দেয়। খেলোয়াড়রা কিছুটা ধারণা করতে পারে যে পাখি হয়ে বেঁচে থাকা কতটা কঠিন! গেমটি এখানে ডাউনলোড করুন।
Bird Survivor Game - Bengali
পকেট গাইডস্
বিচরণক্ষেত্র, খাদ্যাভাস এবং আচার-আচরণ অনুযায়ী নির্দিষ্ট অঞ্চলের সাধারণ পাখিদের আলাদা আলাদা গ্রুপে ভাগ করে, সহজ-সরল ভাষা এবং সাংকেতিক চিহ্ন ব্যবহার করে এই পরিচিতি পুস্তিকাগুলো তৈরী করা হয়েছে। পকেট বুক গুলো ফিল্ডে ব্যবহার করার জন্য ভীষণভাবে উপযুক্ত। এমনকি জলকাদার থেকে সুরক্ষিত রাখার জন্য সুন্দরভাবে ল্যামিনেশনও করা রয়েছে। ইংরেজি এবং বাংলা দুটি ভাষাতেই গাইড বুকগুলো উপলব্ধ রয়েছে। এগুলো সরাসরি এখান থেকে কিনে নিতে পারেন অথবা অতিরিক্ত ছাড় পাওয়ার জন্য ৫০ টি বা তারও বেশি একসঙ্গে অর্ডার করতে পারেন৷
Birds of West Bengal - Pocket Guide
পাখি বিঙ্গো
একটি সাধারণ বিঙ্গো খেলা, যা শিশুদেরকে বাইরের জগৎ সম্পর্কে উৎসাহিত করতে সাহায্য করে, সেই সাথে পাখিদের পর্যবেক্ষণ এবং প্রকৃতির সাথে সংযোগ করতে সাহায্য করে।
Bird Bingo - Bengali
আমাদের চারপাশের পাখি
পোস্টারটিতে আমাদের চারপাশে চোখে পড়ে এমনকিছু পরিচিত পাখিদের বেশ সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। প্রত্যেকটি পাখির ডাক শুনে চিনে নেওয়ার জন্য একাধিক ভাষায় এই ইন্টারেক্টিভ ফর্ম্যাটটি উপলব্ধ আছে। এর পরও প্রদর্শনীর উদ্দেশ্যে এটির মুদ্রিত সংস্করণের প্রয়োজন অনুভব করলে সরাসরি কিনে নিতে পারেন।
Birds Around Us_Bengali_QR Poster
জলার পাখি
পোস্টারটিতে ভারতের বেশ কিছু পরিচিত 'জলার পাখি'-দের সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। প্রত্যেকটি পাখির ডাক শুনে চিনে নেওয়ার জন্য একাধিক ভাষায় এই ইন্টারেক্টিভ ফর্ম্যাটটি উপলব্ধ আছে। এর পরও প্রদর্শনীর উদ্দেশ্যে এটির মুদ্রিত সংস্করণের প্রয়োজন অনুভব করলে সরাসরি কিনে নিতে পারেন।
Wetland Birds_Bengali_QR Poster
ঝোপঝাড় এবং জঙ্গলের পাখি
পোস্টারটিতে ভারতের ঝোপঝাড় আর জঙ্গলে চোখে পড়ে এমনকিছু পরিচিত পাখিদের বেশ সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। প্রত্যেকটি পাখির ডাক শুনে চিনে নেওয়ার জন্য একাধিক ভাষায় এই ইন্টারেক্টিভ ফর্ম্যাটটি উপলব্ধ আছে। এর পরও প্রদর্শনীর উদ্দেশ্যে এটির মুদ্রিত সংস্করণের প্রয়োজন অনুভব করলে সরাসরি কিনে নিতে পারেন।
Woodland Birds_Bengali_QR Poster
ঘাসজমি আর খামারের পাখি
পোস্টারটিতে ঘাসজমি আর খামারে চোখে পড়ে এমনকিছু পরিচিত ভারতীয় পাখিদের বেশ সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। প্রত্যেকটি পাখির ডাক শুনে চিনে নেওয়ার জন্য একাধিক ভাষায় এই ইন্টারেক্টিভ ফর্ম্যাটটি উপলব্ধ আছে। এর পরও প্রদর্শনীর উদ্দেশ্যে এটির মুদ্রিত সংস্করণের প্রয়োজন অনুভব করলে সরাসরি কিনে নিতে পারেন।
Grassland Birds_Bengali_QR Poster
জনবসতি অঞ্চলের পাখি
পোস্টারটিতে আমাদের জনবসতি অঞ্চলে চোখে পড়ে এমনকিছু পরিচিত পাখিদের বেশ সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। প্রত্যেকটি পাখির ডাক শুনে চিনে নেওয়ার জন্য একাধিক ভাষায় এই ইন্টারেক্টিভ ফর্ম্যাটটি উপলব্ধ আছে। এর পরও প্রদর্শনীর উদ্দেশ্যে এটির মুদ্রিত সংস্করণের প্রয়োজন অনুভব করলে সরাসরি কিনে নিতে পারেন।
Birds Around Human Habitation_Bengali_QR Poster
বিন্দু সংযোগ খেলা – বুলবুল
শিশুদের শিল্পের মাধ্যমে পাখি পরিচয় এবং সনাক্তকরণে সাহায্য করতে এই বিন্দু যোগের কার্যকলাপ।
Join the Dots Bulbul - Bengali
বিন্দু সংযোগ খেলা – মাছরাঙ্গা
শিশুদের শিল্পের মাধ্যমে পাখি পরিচয় এবং সনাক্তকরণে সাহায্য করতে এই বিন্দু যোগের কার্যকলাপ।